পড়ালেখা
-মাসুদ রানা দিলশাদ
০৪-০৬-২০১৬

পড়ালেখা কী?
পড়ালেখা করলে কি আসলে জীবন ধন্য,,
তাহলে এ পড়ালেখা কিসের জন্য??

পড়ালেখা মানে আজ কেবল টাকা দিয়ে ঢাকা !
যাদের আর্থিক সচ্ছলতা নেই..
কিংবা সময়-সুযোগ নেই!
পড়ালেখা পথ তাদের জন্য  বাঁকা।
পড়ালেখা কী?
স্কুল শেষে ঘণ্টার পর ঘণ্টা কোচিং?
অতঃপর হোম টিউটর প্রোগ্রামিং,,,
সারাদিন কলম  আর নোট বুক নিয়ে দৌড়াদৌড়ি,,,
যদি না মেলে আশানুরূপ ফল,
অভিভাবকত্বের রাগান্বিত চোখ;
হয়ে থাকতে হবে তবে পানকৌড়ি!!

পড়ালেখা কী?
শুধু শুধু বই কেনা???

যখন তখন পরিবর্তন পাঠ্যক্রম রূপ,
দিনে দিনে বাড়ন্ত ট্যালেন্ট-পুল,
বাড়ন্ত না কেবল নৈতিক মূল্যবোধের স্মৃতি কূপ ।

মুখস্থ বিদ্যা লড়াই এখন গোলযোগ কিংবা গোলমাল,
এটা নাকি  সৃজনশীল ফলাফল।
ভালো ফলাফল সবার হয় না,
ফলাফল দেখে অনেকের হৃদয়ে কান্না,
পড়ালেখা করতে করবে না কেউ মানা,

আসলে পড়ালেখা মানে রহস্যময় ভাবনা।