পথ শিশু
- মাসুদ রানা দিলশাদ "
কথায় আছে - বন্যরা সুন্দর বনে,
শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে বিচরণে।
পথ শিশু-রোজ সকালে বেড়িয়ে পড়ে ,
সন্ধ্যা নামা পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে।
খাবারের সন্ধান পেলে বাড়ে ক্ষুধা,
মুহূর্তেই হারিয়ে ফেলে লোকলজ্জা ।
খালি পেটে পথ শিশুরা খুব অসহায়,
ভরপেট তারা হেসে খেলে মুক্ত চিন্তায়।
কেউ কেউ একেবারে অভিভাবক হীন,
কেউ আবার সবথেকেও ইয়াতীম।
মা-বাবার সঙ্গে কাজের খোঁজে,
সারাক্ষণ দৌড়ের ওপরে বুঝে; না বুঝে।
পথ শিশু নিয়ে লোকের শত অভিযোগ,
যতটুকু বুঝি ওরাও দেশের সম্পদ....
ওরা পড়াশোনা করে শিখতে চায়,
কিন্তু কোথায় মিলছে সে সুযোগ!?
ওদের ছেলেবেলা কাটে অবহেলায়,
নিষ্ঠুরতার শিকার হতে হয়!
অতঃপর নিষ্ঠা শব্দ ভুলে যায়।
ওরাও দারুণ প্রতিভা সম্পন্ন ~বুদ্ধিমান,
যত্ন স্নেহ পেলে পুষে রাখে না অভিমান।
অথচ অলিতে-গলিতে প্রতিভার অপমৃত্যু!
বর্ণ,জাতি নির্বিশেষে একবাক্যে ওরা শিশু,
এখানে কেউ দেশের শত্রু নয় একবিন্দু।।
পথ শিশু হওয়া কি দোষের???
তাহলে মর্মান্তিক গল্প এত কিসের!
চরম বিপাকে ওরা ভাগ্যের হাতে,
আসুন সবাই সাধ্যমত মুক্ত প্রয়াসে....
পথ শিশুর মৌলিক অধিকার মেটাতে।