গল্প বলা পথ
- মাসুদ রানা দিলশাদ
অতীতের ছায়া পেরিয়ে সূর্য ওঠে ভোরে,
জীবন চলে হিম আঁধার পায়ে পায়ে।
কখনো ভালোবাসা, কখনো কান্নার গান,
মিশে থাকে গোধূলি, ঢাকে মেঘের শিরোনাম।
স্বপ্ন ডাকে সাহসী সন্ধ্যায়,
ভুলে যাই দুঃখের হারানো নাম।
সমালোচনা আসে, তবুও বুকের মাঝে,
জ্বলুক স্বপ্নের মেলা অবিরাম।
জীবনের বাঁকে বাঁকে গল্পের ধারা,
ভালো-মন্দের মাঝে সাহসী তারা।
স্বপ্নকে ছুঁয়ে ছুটে চলি দিগন্তে,
জীবনকে ভালোবেসে বাঁচি নতুন প্রান্তে।
পথ জানে কতো গল্প, শোনে চুপচাপ,
যেখানে হারিয়ে যায়, সময়ের দলিল সব।
সীমানা পেরিয়ে যায়, রাত আর ভোর,
গল্প বলা পথ যেন, অশেষ এক ডোর।
তবু পথ থামে না, বলে যায় কাব্য,
যে শুনতে জানে তার, থেমে যায় অভ্যন্তর দাভ্য।
পথের বুকে লেখা থাকে, অদেখা সব রথ,
নিরন্তর বয়ে চলে ; এই গল্প বলা পথ।