"ঝড় ও মেঘ "
-মাসুদ রানা দিলশাদ

ঝড়ো হাওয়ায় বইছে  বৃষ্টি,
আহ! স্রষ্টার কি দারুণ সৃষ্টি।
বৃষ্টি বাদল দিনের রাতে,,,
পথে বের হয়েছিলাম বটে প্রভাতে,,
দীর্ঘ সময় পেরিয়ে ভ্রমণ যাত্রায়,,
অজস্র মানুষের ভীড় হৃদয়  সিন্ধু চিলেকোঠায়।
অন্যরকম ভালোলাগা অনুভূতি,,
একইসাথে একঘেয়ে প্রাপ্তি স্বীকারোক্তি ,,!

কৌতূহলী এই মন চুপচাপ,,
আকাশ টা যেন মেঘলা মেঘলা ভাব।
পথে প্রান্তরে বাহন রদবদল করি,
পরিচ্ছন্ন শহরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি ;
নগ্ন পায়ে হেঁটে বৃষ্টি জল ছুঁতে খুব ইচ্ছে জাগে  আমার,,,
অদ্ভুত ব্যাপার কিছু করার নেই আর ;
যেতে হবে এখনো অনেক দূর,
ক্রমশ অন্ধকারে ঢেকে যাওয়া দুপুর।
বলছি আষাঢ় মাসের বৃষ্টি বাদল দিনে জড়িয়ে থাকা এক গল্প,
দীর্ঘ সময়ে স্মৃতি মধুর  বিবৃতি তুলে ধরছি অল্প-স্বল্প।

নীল আকাশ আজি মেঘে ঢাকা প্রাচীর,
বৃষ্টির ঝর্ণাধারার সেই সাথে ঝড়ো হাওয়া বইছে গভীর।
স্বপ্ন নোলক প্রজাপতি আজ পাখি নীড় হারা,
পেছন ফিরে দেখার সময় নেই,,
স্থির বসে থাকার সময় নেই,,,
শুধু গন্তব্যে পৌঁছে যাবার তাড়া।
যেতে যেতে দেখছি বৃষ্টি ভেজা শোভাময়ী  ফুল,
দমকা হাওয়ায় শীতল পুরো দেহ উড়ছে মাথার চুল।

সবুজ খামে জড়িয়ে থাকা রঙিন কাঠগোলাপ,
নিঃশব্দ নীরবে মনে কোণে হাজারো সংলাপ ;
কিছু কিছু মুহূর্ত পেরিয়ে যায়,
যা গাণিতিক সূত্রাবলী  অনুপাত নয়!
বাহ্ কি দারুণ সেই প্রাঞ্জল অনুভূতি!
নাম অজানা ভালোলাগা/ভালবাসার প্রতি..
আপেক্ষিক
লাভ-ক্ষতি নেই কোনো রীতিনীতি  ।

পথিকৃৎ শহরে চোখ জুড়ানো দৃষ্টি,
চারপাশে তাকালে ঝিরঝির বৃষ্টি;
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধে…
মনটা উতলা মোর গুন গুন ছন্দে।
কাব্য পাড়ায় আজি কবিতার সমাহার যত,,
হৃদয়ে নিত্য নতুন গল্প ভীড় জমে তত।

আজ সৃষ্টিকুলের সূর্য মুখ লুকিয়েছে,
অতিথি পাখির কলকল ধ্বনি থমকে গেছে,,,,
হয়তো কিছু পাখি  চিরকাল জন্য  হারিয়েছে;
আবার হংসরথ জলে ডুব দিয়ে আনন্দ মাতছে।
এলোমেলো ভাবনা নিয়ে পথ চলি আনমনে,,,
স্রষ্টার সৃষ্টিতে দৃষ্টি অটুট ক্ষণে ক্ষণে।

মেঠো পথ ধরে অভিযাত্রায় আজ নির্বাসন,,,
দেহ থেকে মন উড়াল পথে পাড়ি দিয়ে  যেন পোঁছাবো নদীর তীরে  তপোবন।
এমন দিনে কি করি যে হায়,,,
তীব্র গতিতে বায়ু বয় ;
গগনতল আলো চমকায়,
বিজলীর আলো ও বজ্র ধ্বনি শুনে ভয় হয়,
যাইহোক জীবন মরণ তো আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালার হাতে;
সৃষ্টির  হাতে নয়।
গোধূলি বেলায় ঘটে যাওয়া ঘটনা দর্পণ মোর বাহুডোরে,,,
অবশেষে মাঝপথ  ভিজে গেছি প্রবল বাতাসের দোদুল্যমান  ঝড়ে!!!

জাগ রূপ শুকনো পাতায় নহর গুলো ,,
সিক্ত পথ প্রান্তর জুড়ে।
সময় যত বাড়তে থাকে মেঘ আর বারিধারা
বেখেয়ালে মনে  কাব্যে ডুবে  আছি পাগলপারা ;
বৃষ্টি ক্রমেই বেড়ে চলে সাথে ভীষণ ঝড়!
বিবশ হয়ে একা ছিলাম আমি
অপরিচিত জনপদে কেউ নেই  আপন-পর।
রিনিঝিনি বৃষ্টির পরপর আলোকরশ্মি আর  বিকট শব্দ ,
বাইরে যাবো কি করে ?
মুখ লুকিয়ে  হলাম চুপটি করে  জব্দ।
এমন দিনে মনকে ঘরে রাখা দায়,
মন ছুটে  যায়, দিগন্ত পেরিয়ে হায়!
শুধু কল্পনা বিলাসী এক ভাবনায়।
বৃষ্টি বাদল দিনে দৃষ্টিতে রেণুর ভেলা,,
গন্তব্য স্থলে পৌঁছাতে,,
বেলা ফুরিয়ে অবেলা।