"সমাজ সমাচার "
১৮/১০/২০২২
-মাসুদ রানা দিলশাদ

সমাজে যদি অপপ্রচারকে করা হয় ভক্তি,
অপশক্তির আগ্রাসন আজ বড় আসক্তি।
অর্থ ও স্বার্থ দ্বারা বিক্রি হয় বিদ্যাবুদ্ধি,
সমাজ সংস্করণে বড় বিষয়- আত্মশুদ্ধি।
সমাজের অসংগতি গুলো  বলতে মানা,
বিস্তৃত জায়গা জুড়ে মিথ্যার শুধু যন্ত্রণা।
কুশিক্ষা গোঁড়ামি অজ্ঞতার  ভরপুর,
জ্ঞানের আলো সমাজ সংস্করণের সুর।
মুর্খ অযোগ্যরা আজ সিংহাসনে  মঞ্চে,
বাঁশ খুঁজে পাওয়া ভার সবই  কঞ্চে।
দায়িত্ব থাকা লোকজন শুধু দেয় বোঝ,
দায়িত্বের প্রতি যত্ন নেয় না কোন খোঁজ।
এ যেন মিষ্টি কথায় ভাঁজে মুখে মিথ্যা গল্প,
বিবেক বুদ্ধির জ্ঞান  নেই তাদের অল্প স্বল্প।
এসো সবাই  বিবেককে জাগ্রত করি,
অপশক্তির ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ি।
তারুণ্যে দীপ্ত শিক্ষা আলোকিত গুঞ্জন,
কুশিক্ষা ও অশিক্ষা মানে  অধঃপতন।
সুশিক্ষার আলোয় আলোকিত করি দেশ,
শান্তি শৃঙ্খল দৃষ্টিভঙ্গি তৈরি করি  বেশ।

#masudranadilshad
#কবিতা_নংঃ ২৯