ছায়াহারা প্রহর
- মাসুদ রানা দিলশাদ
বন্ধু ছিল, খুব কাছের—
যার কাছে জমা থাকত
না বলা সব কথা হতো ,
আকাশে জমে থাকা
গভীর মেঘের মতো।
তারপর? সময় বদলেছে,
গল্প থেমে গেছে এক সকালে।
শহর বদলেছে, বদলেছে পথ—
শুধু বুকের ভেতর
একটা ফাঁকা জায়গা রয়ে গেছে,
একটা ছায়াহারা প্রহর!
এখনো চায়ের কাপে ধোঁয়া ওঠে,
শহরের বাতাসে গুঞ্জন ভাসে,
কিন্তু সে নেই,
সে দিনের গল্প নেই।
তবু, মনে পড়ে,
মনের ভেতর এক অদৃশ্য সাঁকো—
যার ওপারে হয়তো সে দাঁড়িয়ে,
কিংবা আমিই দাঁড়িয়ে আছি,
শুধু পা বাড়ানোর সাহস হয়নি আজও!
তবু, মনে হয়—
কোথাও, কেউ হয়তো অপেক্ষায় আছে!
#masudranadilshad