নফস  
- মাসুদ রানা দিলশাদ

এক জোড়া পা আর এক জোড়া চোখ,,
প্রবৃত্তির অনুসরণ সবচেয়ে বড় ভয়ানক।
একখানা মুখ আর একজোড়া কান,
পাপ কিংবা পূন্যে সবচেয়ে বড় অবদান।
পূণ্যের সাথে মোরা একটুতেই ক্লান্ত ভীষণ,
পাপের দায় স্বীয় নফস ঘরের শত্রু বিভীষণ।
ধৈর্য ধারণ না করে নিমিষে মনটা অলস,
অন্যকে সাহায্য না না ভুল ধরতে এই শহর,
অভিযাত্রী ছাড়া আভিজাত্যে অহমিকা প্রহর।
কারণে অপেক্ষায় নির্ঘুম কাটিয়ে দেওয়া রাত,
অযথা হৈচৈ শেষে ঝলসে অদৃশ্য দাবানল,
স্বপ্ন একরাশ গল্পে ডুবে থাকলে বাড়ে পাপ।
সাড়ে তিন হাত প্রশস্ত একখানা বন্ধ ঘর,
দিনশেষে বিদায় জানাবে আপন করে পর।
অন্ধকার কুটির মাথা থাকবে বালিশহীন,
কিন্তু তাতে থাকবে না  শৈল্পিক কারুকাজ,
কেউ শুনতে পাবে না সেই ঘরের আওয়াজ।
উপর নিচ সামনে পেছনে চার দেয়ালে,
প্রশ্ন হবে উত্তর দেওয়া সহজ শুধু নেক আমলে।
চোখের পলকে ঘুমে তলিয়ে যাচ্ছি,
মৃত্যুর স্বাদ চিরন্তন যেমন সত্য  দিবারাত্রি,
সময় হলেই দেহের ভিতরের প্রাণের সমাপ্তি।


///// ১৫/১১/২০২২ ////
//চাঁপাইনবাবগঞ্জ সদর //