দু’চোখে দুঃখ মেলি
- মাসুদ রানা দিলশাদ
অন্ধকারে বসে চাঁদের দিকে তাঁকাই,,,,
না বলা কথাগুলো মুখে বলতে চাই।
আলোর মঞ্চ টুকরো টুকরো করে,
চাঁদের চতুর্দিকে যেন তাঁরাগুলো ঘুরে।
নদীর খেলা বারবার ভাঙনের সংকেত,
মেঘের ভেলা আকাশে উড়ছে বেশ;
স্বপ্ন নিয়ে পথচলা.. সারমর্ম অদ্ভুত!
লাল নীল রঙের ছোঁয়া লেগেছে মনে,
সীমানা প্রাচীর বদলেছে ক্ষণেক্ষণে।
প্রায়ই পথের বাঁকে ডাক শুনতে পাই,
ক্ষনিকের জীবন সুখের নয়,
বরং আপেক্ষিক বিস্ময় ।
নিঃসঙ্গ মনে অপেক্ষার দীর্ঘশ্বাস ফেলি,
শেষের কবিতার সঙ্গে একদিন হবে পরিচয়,
ভাবতে ভাবতে দু’চোখে দুঃখ মেলি।
বুকে ভয়ঙ্কর কষ্ট অভিমানের স্পর্শে ,
হৃদয় বিস্ফোরণ লুকোয় হাসিমুখে।
উত্তাপ ছায়াপথে দেখি সূর্য ঢলে পড়ে,
দু’চোখে দুঃখ..বিভৎস রকমের সুরে।