সংস্কার ও সংশোধন
- মাসুদ রানা দিলশাদ
সংস্কার শব্দটি মানসিকতার ছাপ,
সার্বিক বাস্তব কর্মকাণ্ডের প্রভাব।
বিগত কতিপয় তন্ত্র মুছে নব সংস্কার,
বিবেকের যত আছে দৃষ্টিভঙ্গি দুয়ার,
প্রশ্নের জবাব দিতে হয় বারবার।
যুগ জিজ্ঞাসার বয়স বেড়েছে,
সভ্যতার বেড়ি বাঁধে মোরা নিত্য দিন!
কবে আমি/আমরা হবো সংশোধন???
শিক্ষা ও ব্যাখ্যা মিলিয়ে জীবন রঙিন।
ভুল বুঝে ভুল পথে পা বাড়ায়,
স্বীয় নফস ও শয়তান ধোঁকা দেয়।
শয়তান কিন্তু কখনো বসে নেই!
বিপথগামী করতে মোদের ডাকে,
বাঁধা দিয়ে থাকে ভালো কাজের ফাঁকে।
জেনে শুনে করি ভুল,,,,
জ্ঞান পাপী বলে ~
বিনিময়ে গুনতে হয় ভুলের মাশুল।
অপরাধে মশগুল বান্দা ~
পাবে কি ক্ষমা!
চিন্তা মানুষকে পোড়ায়,,,
মায়ার ভুবনে কত কথা জমা।
ক্ষণিকের দুনিয়ায় ক্ষনস্থায়ী সব ~
চিরন্তন ঘুম মৃত্যুতে দাঁড়ি- কমা।
সত্যের চেতনায় আমৃত্যু প্রশান্তি,
মিথ্যে শুধুই সামান্য বিলাসিতা!
মরীচিকার পিছনে অধিকাংশ জাতি,,
বিনিময়ে জন্মে হিংসা এবং সংকীর্ণতা।
আলোর মিছিলে হোক সংস্কার,,,
দূর হোক যাবতীয় জুলুম ও অবিচার।
উল্টো পথ ছেড়ে সরল পথে আজ,,,
আসুন গড়ে তুলি একটা সুন্দর সমাজ।