" রক্তিম মানচিত্র "
-মাসুদ রানা দিলশাদ
বাংলার রক্তিম বিজয়ের গর্ব ,
সবুজের মাঝখানে লাল পর্ব।
অভিযান শেষে বিজয়ের গান,
আজ উল্লাস শব্দটিই বেমানান।
রোজকারের মতোই সূর্য হাসে,
চিৎকার করে কাঁদতে পারি না,
অন্তর থেকে শুধু ধিক্কার আসে।
মানবতা শব্দটির ভীড়ে মানচিত্র,
মনুষ্যত্বের সংজ্ঞা নিঃশর্ত পবিত্র।
মানবিক দৃষ্টিভঙ্গি দেশে নাই,
এজন্যই প্রতিনিয়ত লাগে ভয়।
রক্তিম সূর্যাস্তে মলিন লক্ষ্য,
স্বাধীন ভূখন্ডে কেন করুণ দুঃখ??
স্বাধীন মানচিত্রে লক্ষ্য জুলুম রোধ,
নিশ্চিহ্ন করা দারিদ্র্য,ঈর্ষা,ক্রোধ।
আইন কানুন বেশ আছে নিশ্চয়,
আইন আছে সংবিধানের পাতায়,
বাস্তবে আইনের প্রয়োগ নাই।
অন্যায় নিয়ে বলা বৃথাতর্কের মতো,
অন্ধের দেশে আয়না বিক্রির মতো।
সুখের সন্ধানে আয়োজন যত,
স্বার্থপর চিন্তায় দুঃসংবাদ তত ।
পত্রিকা জুড়ে নির্মম দৃশ্যের ভ্রামক,
স্বচ্ছতা,জবাবদিহিতা শুধুই রুপক।
দেশে নৈরাজ্য,ত্রাসের গুঞ্জন সবখানে,
ধর্ষণ,গুম,খুন,জুলুম নেই কোনখানে?
আকাশে রংধনুর সাত রঙে রঙিন,
বাংলার জুড়ে আজ স্বাধীনতা রঙহীন!