নির্বাচনের নামে চলছে প্রহসন,
আইনের নামে যত জুলুম নির্যাতন।
অজ্ঞ নেতৃত্বের কোন্দল এ দেশ,
জ্ঞানের প্রহরা হচ্ছে ইজ্জত হারা !!
অর্থনীতি, রাজনীতি ইত্যাদি সব শেষ।
ওদের জুলুমের বিরুদ্ধে বললে কথা ,,
ওরা ক্ষমতার অপব্যবহার করছে সদা।
দুর্নীতির করাল গ্রাসে দুর্ভিক্ষ সব শেষ,
এরই নাম বুঝি স্বাধীন বাংলাদেশ।
নেতারা কথায় কথায় শোনায় সান্ত্বনার বাণী,
সত্যের মুখোমুখি হয়ে রটাই মিথ্যে কাহিনী।
নিত্য দিনে দেশ ও জাতির ভোগান্তি!
জুলুম নির্যাতনে আদৌ কোন শান্তি!??
আইন ও সংবিধানে স্পষ্ট লেখা..
জনগণ পাবে নিশ্চিন্তে রাষ্ট্রীয় সেবা!
আজ সব দপ্তরে পদে পদে হেনস্তা।
ব্যাংক মোটা অংশের সুদের দরবার,
প্রতি দপ্তরে হামেশা ঘুষের কারবার।
খাদ্য,শিক্ষা,চিকিৎসা ইত্যাদি তে ভেজাল,
শাক দিয়ে মাছ ঢাকতে তৎপরতা কৌশল।
এমতাবস্থায় স্বস্তি তে নেই দেশের প্রজা,
ক্ষমতার মোহে সুখে আছে রাজা!
রাজা বেশ আমোদ মেতেছে,,,
কর রাজস্ব বোঝা এখন জনগণের কাঁধে,,,
সেই বোঝা সইতে না পেরে দেশবাসী কাঁদে!