অনুরাগী পুরুষ
- মাসুদ রানা দিলশাদ
অনুরাগী পুরুষের অনুরোধ,
সবার ভালো চেয়ে থাকে রোজ!
অদ্ভুত চিন্তায় বাড়ছে ভীষণ শ্বাসরোধ,
ভালো থাকার স্বার্থে কেউ নেয় না খোঁজ।
বন্ধু কিংবা আত্মীয় ব্যস্ত সবাই;
নিস্তব্ধ প্রহরে বড্ড একলা লাগে!
হৃদয় অম্লান বদনে দুঃখের হাই;
নিভৃত পথে হেঁটে যায় মন বিরাগে।
রাতের আঁধারে জ্বলে না প্রদীপ,
মেঘের আড়ালে হারায় চাঁদ;
মনে জমে থাকা ব্যথার সুদীপ,
আনন্দের দিনগুলো নিমিষে বিষাদ।
প্রণয় বাঁধন ছিঁড়ে যায় বহুদূরে,
ইচ্ছাগুলো ম্লান হয়ে যায় স্মৃতির ভিড়ে।
দুঃখের গান বাজে হিমেল বাতাসে,
তবু মনে আশা রাখি, ভোর হবে একদিন,
বন্ধু-আত্মীয় ফিরবে আবার হেসে।
নির্মল অভিমানে নন্দিত জীবন,
মায়া শুভ্র মেঘের মতো ব্যতিক্রম।
হঠাৎ একার মতো ছন্দে রাত-দিন ~
ভালো -মন্দে নীরবতা বাক শক্তিহীন!
নির্জন জোছনা আশ্চর্য এক রঙিন মেঘ,
প্রগাঢ় অনুভূতিতে এসে বন্ধু হতে চায়!
অনুরাগে সিক্ত প্রাণ সুন্দর হয়ে ওঠে,
আকাশে বারবার চোখ মেলে তাকায়।