স্পৃহা
-মাসুদ রানা দিলশাদ
------------------------------
বক্ষ অন্তরায় বৃক্ষ লতা,
অল্প কিছু জমানো কথা,
স্পৃহা সৃষ্টি নকশীকাঁথা।
কেমন করে দেব বিবরণ,
কিছু মুহূর্তে উদ্বাস্তু মন।
সূচনা লগ্ন যেন আক্ষরিক,
স্পৃহা বিষয়টি দ্বিপাক্ষিক,
সারমর্ম ইঙ্গিত আপেক্ষিক।
বক্ষ ধারণ বিশদ ইতিহাস,
গম্ভীর কণ্ঠে চলে বাহাস।
জানা অজানা রহস্য সহস্র,
অদ্ভুত স্পৃহা চিন্তা অজস্র।
এ বিশ্বের বিস্ময়কর ধাঁধা,
সুখ-দুঃখের মহলে গল্প গাঁথা।
আস্থা ও ঐশী বানী সান্ত্বনা,
স্পৃহা অপর নাম বাসনা।
দিশেহারা হয়ে লাভ নেই,
মানুষের কলঙ্ক থাকবেই,
সুখের নিশানা অল্পতেই।
অনেকেই আজও বঞ্চিত,
পৃথক উপলব্ধি সঞ্চিত।
এ সমাজও হারিয়েছে প্রীতি,
এই বেলায় অবহেলার পাত্র,
অপেক্ষা,উপলব্ধি,উপেক্ষা..
খুঁজে ফেরে স্নিগ্ধ অনুভূতি।
হে প্রভু! দূর করে দাও,
মিটিয়ে দাও অন্তর দহন,
স্নিগ্ধ ছোঁয়ার ছায়া দাও..
কাটাতে পারি যেন বাকি জীবন।
২৭/১২/২০২২
লোকেশনঃ রাঙ্গামাটি বাজার,
ফুলবাড়ি,দিনাজপুর।