একতরফা প্রতিফলন
- মাসুদ রানা দিলশাদ

নেতিবাচক প্রভাবের ছায়া যখন আসে,  
প্রেম আর বন্ধুত্ব তখন হয় নিরাশা।  
যোগাযোগের সুতো ছিঁড়ে যায় হঠাৎ,  
মনুষ্যত্ব হারায় পথ, কেবলই আক্ষেপ।  

তবুও বিধাতা দিয়েছেন বিবেকের আলো,  
দিয়েছেন শ্রেষ্ঠ আদালত— ন্যায়ভালো।  
নিয়ামত আর হেদায়েত, দুয়ারে এসে,  
সুযোগ দেয় নতুন পথ খুঁজতে আকাশে।  

নেতিবাচক ধারা যতই হোক প্রবল,  
বিবেকের রশ্মিতে মুছে যায় সকল।  
মানুষের মননে ফিরে আসে বিশ্বাস,  
প্রেম আর বন্ধুত্বে মিলুক নতুন আশ্বাস।

শুনবে কি কেউ এই মনের আর্তি?
নাকি শুধু নিজস্ব পথে চলারই প্রস্তুতি?
একতরফা প্রভাবের নিষ্পাপ আসর,
বিবেকই হয়তো শেষমেশ বাঁচাবে চর।