বৈষম্য হীন স্বপ্নের পথে
- মাসুদ রানা দিলশাদ
শিক্ষার প্রাঙ্গণে আজ বাজে নতুন সুর,
ছাত্রদের কণ্ঠে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে!
লড়াইয়ের দাবি নিয়ে দুরন্তপনা বহুদূর।
একই আকাশে স্বপ্নে পথে,
বন্ধুকালে যখন ভেদাভেদ,
সবার জন্য চাই ন্যায্যতা,
চাই সহনশীলতা শুভ্র প্রলেপ।
শিক্ষার পথ হউক বৈষম্য হীন!
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন।
অর্থনৈতিক প্রাচীর হাহাকার ভরা,
বৈষম্যের চাদর বেমানান জয় করা।
অযত্নকৃত গল্প বড্ড ভয়ানক,,
টের পাবে সেই যে অবিচারক।
ন্যায়ের পক্ষে ছাত্ররা দাঁড়ায়,
আন্দোলনের গান গায়,
যখন ন্যায্যতা অন্ধকারে হারায়।