কাগজের চিরকুট
- মাসুদ রানা দিলশাদ
----------------------------------
কেউ কখনো কি বোঝে,
নীরবতার মাঝে~
যা লিখেছি সহজে?
খোঁজে হয়তো বহুদূরে সকাল সাঁঝে,
বাহুডোরে সে আছে বিলাসিতার ভাঁজে।
তাই আমি ছিঁড়ে ফেলি চিরকুট,
সাদা-কালো জীবনে দ্বিধা মাঝে প্রকট।
দমকা হাওয়ায় শীতল আবহমান মন,
বারবার ফিরে এসে খুঁজে বেড়ায় আপনজন।
রোজ রোজ প্রতিটি মুহূর্ত গুলো~
কেমনে করে সহজ?
চিরকুটে অঙ্কন বুকে জমানো কাগজ।
একজনের চিন্তায়  যেটা অবহেলা,
অপরজনের ভাবনায় সেটা খেলাধুলা।