কবিতা: বিক্রয়ের জন্য নহে
কলমে : মাসুদ রানা দিলশাদ
তারিখ :০২-০১-২০২২
চারপাশে তাকিয়ে কথা বলি,
মিথ্যের বাণিজ্যিক অলিগলি।
মুখ ফসকে মানুষ কি কহে??
যা সত্য কথা নিঃসন্দেহে..
যা বিক্রয়ের জন্য নহে।
মিথ্যে স্পর্শে অদৃশ্য খণ্ড,
জীবনে জুড়ে দেয় দ্বন্দ্ব।
লুকোচুরি গল্পে আসক্তি,
দিনশেষে মনে উপলব্ধি,
সত্য করিডোরে দৃঢ় শক্তি।
সত্যটারে ঢাকতে মিথ্যে যুক্তি,
অথচ সত্যে নির্ভর করে মুক্তি।
অর্থ দিয়ে অনেক কিছু মেলে,
সুখ কিন্তু অর্থ দিয়ে নাহি মেলে।
অর্থের বিনিময়ে কিছু প্রয়োজন,
সাধ্য ভিতরে করতে হয় অর্জন।
সুখ কিংবা সত্যের মন্তব্য ,
ব্যর্থতা হচ্ছে পরীক্ষা মাত্র।
অভাবে যখন স্বভাব অভিন্ন,
মিথ্যের স্তর দিনশেষে ঘৃণ্য।
সত্য হচ্ছে সবচেয়ে অনন্য,
শিক্ষা,শান্তি, শক্তির ঝর্ণা..
সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গির জন্য।