নিশাচর
- মাসুদ রানা দিলশাদ

পথের বাঁকে একটু হাসি কণ্ঠে ধারণ,
ক্ষোভ ও জেদ এ বেড়ে চলে অনিয়ম।
অভিমান মিটিয়ে দেবো কিভাবে?
গ্রাম থেকে গড়ে উঠা  মফস্বল শহর,
অলিতে-গলিতে চৌরাস্তা মোড়।

দুর্গন্ধ ধোঁয়া  রাস্তার খানাখোন্দল নোংরা চাষ,
জলভরা গর্ত ডিঙিয়ে বরাবর চলে পিশাচ।
যৌবনে প্রেমে পড়লে জীবন যায় থেমে,
সুযোগের অপেক্ষায়  বুকেতে ঝড় নামে।

ভাললাগার মূহুর্ত স্মৃতি হলে বেদনা,,,
পথিমধ্যে সময় বলে  -আয় আয়..
সেই সময় পেরিয়ে গেছে আর সাধন হবে না।

শিরোনাম এই ঠিকানা মায়ার মতো,,,  
স্পৃহা বাড়তে থাকে আড়ালে ক্রমশঃ..।