মাটির মানুষ
- মাসুদ রানা দিলশাদ

স্বচ্ছতা সব মানুষ খোঁজে,
আসল নকল ক'জন বোঝে!??
অট্টালিকা যেন অট্টহাসি,
নিছক খেলা ঘরে নেই খুশি।
নানা স্বার্থে মানুষের খেয়াল~
আসলে এটা দূরত্বের দেয়াল।

ইচ্ছে ভীষণ কষ্টের কারণ,
মাটির বুকে পেয়েছি প্রমাণ!
তবুও ইচ্ছে স্থান,কাল ভেদে..
মায়ার বাঁধনে প্রাণ কাঁদে।
মাটির স্পর্শে গভীর ধ্যান ~
মম সুরের ভাঁজে ঝরে ঘ্রাণ।

প্রাণ-পাখি একদিন উড়ে যাবে ~
দেহ-কংকাল পচে গলে মাটি হবে।
ঘুরে লাভ নেই অহংকারের পিছে,
মাটিতে বিলীন নিথর শরীর!
মুক্তির বাসনায় মাটির মানুষ হও!!
এখনো সময় আছে।