পুরুষ মানুষ
- মাসুদ রানা দিলশাদ

পুরুষকে কাঁদতে নেই, দুঃসময়ের মঞ্চে!
শিখতে হয় অভিনয়, মানিয়ে চলার ছন্দে।
পুরুষ মানুষের উপন্যাস - অভিযাত্রী,
স্বীয় অস্তিত্বের সাথে যুদ্ধে দিবারাত্রি।

সম্পর্কের পিছুটান,পিছুডাকের মেলা,
দূরত্বে থেকে জন্ম নেয় অবহেলা।
একরাশ স্বপ্ন হার না মানার গল্প,
জীবনকে ঢেলে সাজানো বিন্দু'বিম্ব।

ক্লান্ত পথিক উদ্যম..
শান্তির নিঃশ্বাসে যেতে পারবে কতদূর?
হারিয়ে ফেলে সম্ভাবনা ভূষণ,
পুরুষ মানুষের উৎকন্ঠা অদ্ভুত সুর ।

পুরুষ প্রতিষ্ঠিত হলে মুখরিত করতালি,
রক্ত ঘামে ভেজা চোখে সিক্ত পুরুষ ;
প্রতি'মুহুর্তে  চাষবাস করে চোরাবালি।

মোহ,মায়া ও স্নেহময় বৃক্ষছায়া..
আত্মত্যাগের পরে-ও পুরুষ ছন্নছাড়া।
পুরুষ ছুটে চলে বোকার মতো  ,
একটু ভালো থাকার তৃষ্ণায়,
একটু ভালো রাখার চেষ্টায়।

জীবন মানে জিজ্ঞাসিত অধ্যায়...
পুরুষ মানুষ হাড়ে হাড়ে টের পায়!
অন্তঃসারশূন্য আশ্রয় পুরুষের সঞ্চয়।