ভালবাসা
মাসুদ রানা দিলশাদ
ভালবেসে মানুষ পৌঁছে সফলতার চূড়ায়,,
ভালবাসা মানুষকে শিকড় চিনতে শেখায়।
ব্যার্থতায় গল্প স্মরণ করিয়ে দেয়,,
ভালবাসতে জানতে হয় নইলে বিপর্যয়!
ভালবাসা অনবদ্য রচনায় অন্যরকম পরিচয়।
ভালবাসার মানে কখনো খুঁজতে নেই,
ভালবাসার মানুষকে ভুল বুঝতে নেই,
ভালবাসা শব্দটি গুছিয়ে নেয়ার অভিপ্রায়।
দিবারাত্রির মঞ্চে গোলকধাঁধা জুড়ে সুরে,
ভালবাসার জন্য ছুটে চলা বহুদূরে।
নিশ্চিত- অনিশ্চিত যেন সুর-তাল,
মায়া আলাপে জড়িয়ে স্তম্ভিত দর্পণতল।
কলঙ্ক কিংবা অলংকৃত সুরের বসবাস,
আবেগ-বিবেক-আস্থায় ভালবাসার বহিঃপ্রকাশ,,
অজস্র রহস্যে কাব্য অনুভব একরাশ।
✍️ মাসুদ রানা দিলশাদ
০২/১১/২০২২
চাঁপাইনবাবগঞ্জ