ক্ষণেক্ষণে খুঁজি
- মাসুদ রানা দিলশাদ

ক্ষণেক্ষণে খুঁজি ~
একগুচ্ছ শুভ্র রঙের ছোঁয়া।
হাতে গোনা সীমানা প্রাচীর বদলে,
ভাঙচুর গল্পতে লেপ্টে ভীষণ মায়া।
পথ চেয়ে কল্পনাতীত কিছু পছন্দ,
বন্ধু খুঁজতে সময় ব্যয় হয় প্রচণ্ড।

কিছু দূর যেতে না যেতেই দেখি....
স্বার্থের জন্য শুভ কামনার মাখামাখি।
বেখেয়ালে মন বলে- ঠিকানা কঠিন শব্দ,
বিশ্বস্ত মানুষজন খুঁজে পাওয়ার মতো।

জীবনে পদেপদে অনিশ্চয়তা অনুভূতি,,
তবু ইচ্ছে হয়-পেতাম যদি বৈষম্য হতে মুক্তি।
চুপচাপ রহস্যের সঙ্গে মিশে গেছে মন,
অজস্র মানুষের ভিড়ে জিজ্ঞাসিত জীবন !
কিন্তু কেন, কিসের জন্য, এত আয়োজন?

জবরদস্তি অন্য সব বিষয়ে মন টানে না,,,,
বিষাদে ভরা আলাপে ছুঁতে চাই সম্ভাবনা!
বড্ড ভয় হয় নিজেকে নিয়ে বারবার,
এলোমেলো হয়ে দাঁড়িয়ে চিন্তা সমাচার!
ভেজা চোখ আর হৃদয়ে সিক্ত অপেক্ষা..
নিঃসঙ্গ মনে ক্ষণেক্ষণে স্তম্ভিত সমীক্ষা।