"জীবন মঞ্চে দাঁড়িয়ে থাকি "
-মাসুদ রানা দিলশাদ
---------------------------------
জীবন নামক মঞ্চে দাঁড়িয়ে থাকি,
নীরব কন্ঠ নীচু করে স্বপ্ন আকি।
বাস্তবতা হয়তো মুচকি হাসি,
বাস্তবতা হয়তো অদৃশ্য জলরাশি।
পথিমধ্যে যেন নানানরকম ইচ্ছে,
সরলতার উপলব্ধি সত্যিই নিঃশব্দে।
পথচলতে মানুষ অর্থকে খুঁজে,
স্বার্থের দৃষ্টিকোণ ভীষণ স্বার্থকে বুঝে।
জীবন থেকে নেয়া কিছু রহস্য,
মানুষ আর মনুষ্যত্বে ব্যবধান সহস্র।
কাঙ্খিত কথাগুলোই আসল,
একটু ভুলের জন্য সব হলো নকল।
মরীচিকার মতো প্রখর ধোঁকা,
মায়ার মোহনজালে বারংবার বোকা।
কালক্রমে মনে সান্ত্বনার খেয়াল,
লুকোচুরি গল্পে আপেক্ষিক দেয়াল।
সাদা-কালো বর্ণীল দর্শনে জীবন,
উষ্ণ অভ্যর্থনা মাঝে দর্পণ,
অর্থ-স্বার্থের সংজ্ঞা নিরূপণ।