ভুবন মাঝে জীবন
- মাসুদ রানা দিলশাদ
ভুবন মাঝে জীবন তরী ~
এক অজানা বহতা নদী।
নিরন্তর পথে দৃষ্টি আকর্ষণ,
ছুটে চলা স্রোতের গতি।
পরিধিতে অবশ্য যুদ্ধক্ষেত্র,
প্রতিকূল মুহূর্তে মর্মাহত।
ধূসর বিষন্ন যাত্রাপথ গদ্যময়,
কিংবা ঊষর মরুভূমি...
জীবন যখন উর্বর পদ্যময়,
অনুকূলে বরাদ্দ মধুর ধ্বনি।
কিছু বিষয় ধরাছোঁয়ার বাইরে,
নিয়ন্ত্রণহীণ মরীচিকা দাঁড়িয়ে।
হতাশা জমা পড়ে অদূরে,
হা-হুতাশ করার কিছু নাইরে।
ভুবন মাঝে যা করা সম্ভব,
আপেক্ষিক কল্পনা কিন্তু বাস্তব!
যা অর্জন বা বিসর্জনে উৎসব।
জীবন মানে সাফল্যের সন্ধানে,
ঘুরে দাঁড়ানোর গল্প সংগ্রামে।
থাকুক না জীবনে~
অল্প কিছু প্রাপ্তি...
থাকুক এ ভুবনে ~
স্বল্প কিছু মধুর স্মৃতি।
ভালবেসে মন তাঁর নাম জীবন,
অনুভূতির হাটবাজারে এ ভুবন।
ভালোবেসে জীবনকে সাজাই,
মনুষ্যত্বের দেয়ালে কিছু প্রচেষ্টায়।
জীবনের পথে স্বপ্ন দেখতে জানি,
স্বপ্ন ছুঁতে ইচ্ছে~
বর্ণীল প্রেরণা শুভেচ্ছা বাণী।