ডায়েরির শেষ পৃষ্ঠা
- মাসুদ রানা দিলশাদ
ফুরিয়ে এসেছে পুরনো ডায়েরির পৃষ্ঠা ,
আবারও দেখি, রয়ে গেল কিছু কথা!
বছরজুড়ে জমে থাকা দিনরাতের ব্যথা ,
অস্পর্শ স্বপ্নে সুরে হারিয়ে যায় মনটা!
প্রতি পৃষ্ঠায় জ্বলছে কালি, বিক্ষত শব্দের রেখা,
কখনো আশা, কখনো বা হাহাকার ঝরে পড়ে।
আলোর মাঝে দানা বাঁধা আঁধারের ছোঁয়া,
যে স্মৃতি ফেলে যায়, চুপিসারে মন ছুঁয়ে ঘুরে।
লিখে গেছি কত রাত জাগা অভিমান,
দ্রুত ফুরিয়ে গেছে কাগজের সেই প্রান্তর।
চুপচাপ বসে আজ আবার খুঁজে ফিরি,
হারানো কথারা যেন ফিরে আসে আবার।
নতুন পৃষ্ঠায় স্বপ্নে মেতে উঠুক কলম,
অন্তরের গোপন ক্ষত মুছে দিক দারুণ।
ফুরিয়ে আসুক যত পুরনো ডায়েরির পাতা,
পাশাপাশি রাখুক জীবন, জমানো সব কথা।