অবিন্যস্ত খেয়ালে স্বপ্নগুলো
- মাসুদ রানা দিলশাদ
এ কেমন বিষণ্ণতা নিরবতায়;
প্রবল দাবদাহে শূন্যতায়!
হৃদয়ে জমে রাখা কথাগুলো,,
অবিন্যস্ত খেয়ালে স্বপ্নগুলো।।
আঘাতের চিহ্নে অভিমানের জন্ম ;
কি হবে এত কেন রাগ জমিয়ে?
লুকোচুরির গল্প এতসব প্রশ্ন??
শত উত্তরের মাঝে নিরুত্তর হয়ে...
বেখেয়ালি মনে আমি দাঁড়িয়ে।।
প্রতি মুহুর্তে মায়া নামক অসুখে,
বেদনা সামলাতে স্বপ্ন বোনা....
সহানুভূতির কথা সবার মুখে মুখে,
বিপদে সব রহস্য আমার জানা।
প্রত্যাশা-প্রতীক্ষায় হাঁটি গোধুলিতে,,
ভাবছি কেউ হয়তো আসবে ~
হাসি মুখে ক্লান্তুি মুছে দিতে।
অবিচ্ছিন্ন খেয়ালে দুর্গম প্রান্তে,,,
একরাশ উপহার মহৎপ্রাণ সন্ধানে।
আঁখি মেলে দেখি আলপনা নূতন,
অবিন্যস্ত খেয়ালে অজস্র স্বপ্ন বুনন।।