বিন্দুবিম্বে চোখ মেলি
- মাসুদ রানা দিলশাদ
একটি বিন্দু, ক্ষুদ্র অথচ বিশাল,
আকাশের নীলিমায় ভাসমান স্বপ্নের কাল।
তার প্রতিফলনে লুকায়িত আলোক রশ্মি,
বিশ্বের অজানা গান, প্রাচীন কাহিনি।
বিন্দুতে আঁকা বেঁচে থাকার প্রতিচ্ছবি,
দুঃখ, আনন্দ, হারানো সব দাবি।
চোখের কোণায় জল হয়ে ঝরে,
সময়ের খেয়ায় হারায় কালে ভোরে।
বিম্বে ধরা তার অদেখা রূপ,
একান্ত নীরবে ছুঁয়ে যায় অনুভূতির সূক্ষ্ম স্তূপ।
জীবনের এক মুহূর্ত, তবু অনন্ত স্পর্শ,
বিন্দুর মাঝে লুকিয়ে আছে অমর আশ্বাস।