" অনুভূতির হাটবাজারে"
- মাসুদ রানা দিলশাদ

অনুভুতির হাটবাজারে ~
সুখ-শান্তি-ক্ষমা-প্রেম-ঘৃণা,
ইত্যাদি শব্দের অন্তরালে ~
শীতলতা ভাঁজ কিংবা অগ্নিবীণা।
অভিজ্ঞতা থেকে কিছুটা অভিমত,
অভিমান থেকেই সূচনা অভিযোগ।
অনুভূতিগুলো আগন্তুক পরিচয়,
তাই হয়তো ব্যখ্যা দেয়া সম্ভব নয়।
অনুভূতির হাটবাজারে হাওয়াই মিঠাই,
প্রতি মুহূর্তে দেখি অন্যরকম অভিনয়,,
একরাশ কথা যেন নিমিষে ফুরায় যায়।
বাস্তব জীবনে অভিজ্ঞতা একটি অংশ,
অনেকটা আকাশের মতো।
অনুভূতির হাটবাজারে  শুধুই মায়া,
আয়নার সামনে উজ্জ্বল,
মরীচিকা মতো চোখে ভাসে ছায়া।
সুখ বলতে গোলাকৃতি স্বভাবের বৃত্ত.
দুঃখ বলতে সুখের ছায়া মাত্র ,,,
হৃদয়ে আগলে রাখলে তৃপ্তির রেষ ,,,
শান্তি খোঁজে মোরা ছুটছি বেশ।
মানুষ সর্বদা খুঁজে বেড়ায় আরামদায়ক,
তবে এর সারমর্মও খুব ভয়ানক।
অনুভূতির হাটবাজারে মোহ কিংবা মোহনা,
জীবন নামক পাঠাগারে বর্ণীল বর্ণনা।