মায়ার পালক
- মাসুদ রানা দিলশাদ

মায়া হচ্ছে লোভনীয় রূপের মতো,
ধরা দিলেও হাত ফসকে যায় হঠাৎ।
দূর থেকেই সুন্দর, কাছে এলেই দুরত্ব।

রূপ যেমন ক্ষনিকের,
ফিকে হয়ে যায় সময়ের ঘূর্ণিতে।
মায়া তেমন ক্ষনিকের সুখের,
ধরা দেয় কেবল মিথ্যে আর্তিতে।

দুঃখের মানচিত্রে দীর্ঘক্ষণ চেয়ে থাকা,
তবু কোথাও নেই মুক্তির দেখা।।
আলোর মতো এসে মুছে যায় অন্ধকারে,
শেষে তার রেখে যায় স্মৃতি গুচ্ছাকারে।

কিছুই থাকে না শেষে,
মায়া তার পালক খুলে যায়, উড়ে চলে।
যতটা চেয়েছিলাম, ততটুকু মেলে না,
মায়ার পালক শেষে একটিই শেখায়,
হয়ত সব পাওয়া নয় জীবনের দায়।

দীর্ঘশ্বাস ছেড়ে পা বাড়ায় নিরন্তর পথে ,
ঝরে যায় শুকনো পাতার মতো,
কখনো শূন্য হাতেই সুখ লুকিয়ে থাকে,
মায়াহীন পথেই মুক্তি মেলে একমাত্র।