শিরোনাম : ঘোর
লেখক : মাসুদ রানা দিলশাদ
হয়তো মরীচিকা নিদ্রার ঘোর..
তাইতো দেখি প্রাণহীন ছবি!!
রিমঝিম বৃষ্টিতে টাপুরটুপুর,
জমকালো রহস্যে কাব্য ঝড়।
স্বপ্ন কিংবা কল্পনার দ্বারপ্রান্ত,
বর্ণীল রঙ মন ছুঁয়ে অনুভব,
আবছায়া অদৃশ্যে কিছু মুহূর্ত।
হোটচ খেয়ে রইলাম যতক্ষণ,
ভাঙা গড়ার শিরোনাম- জীবন!
মাটির দেহ মাটির উপর,
তবুও নানারকম আয়োজন।
অজান্তেই চিন্তা সামনে আসে,
বিষে ভরা জলপ্রপাত গা ঘেঁষে।
থমথমে লোনা জলাশয়,
থমকে দাঁড়ায় মন অভিপ্রায়,
বাস্তবতার ডানে-বামে অভিনয়।
নীরবে চোখের পলক নড়েচড়ে,
আচমকা মেঘনাদ এ সংসারে।
হারিয়ে ফেলেছি সমুদ্র পাল,
চুপচাপ হয়ে রইলাম কিছুকাল।
নিয়মের মধ্যে বাঁধা বিপত্তি সৃষ্টি,
সংশয়ে ছিটা ফোঁটায় এক দৃষ্টি ।