লুকোচুরি গল্প -বাতিঘর
-মাসুদ রানা দিলশাদ
=====
লুকোচুরি গল্পে ছোট-বড় করে বাতিঘর,
নিরঙ্কুশ মুক্তি আলোকিত ভাবনাতে,
রঙিন প্রচ্ছাদন আঁকা সমাহার নিয়ে সংসার।
পূর্ববর্ণিত স্বাধীনতার পতাকা গগনে উড়ছে,
মানুষের মনে জ্বালা জমিনে এখনো বাড়ছে।
সমাজে শিক্ষা-শান্তি-প্রগতির প্রতীক চিহ্ন?
সুরক্ষার অভাবে মানুষ ভুলে ন্যায়ের ধর্ম।
লম্পট,স্বৈরাচারী, প্রতারক চক্র সক্রিয়,
সৎ ও শক্ত হাতে এই আগ্রাসন হবে নিষ্ক্রিয়।
এসো সবাই অকুতোভয় এই সংগ্রাম,
বৃদ্ধ,যুবক,বিশেষ করে এসো হে তরুণ!
প্রজন্ম সন্তান কেন মুখ লুকিয়ে মন?
দৃঢ় চিত্তে তারুণ্যের স্নিগ্ধ ছোঁয়া প্রেমময়,,
তোমরা রুদ্র শক্তসমর্থ আত্মবিশ্বাস বিশ্বময়।