কবিতা: জন্মের সুখ
কলমে: মাসুদ রানা দিলশাদ
তারিখ: ১৫-১১-২০২৩ ইং
কবি ও কবিতার জন্ম,
মনুষ্য সমাজ সংসারে।
অন্তরে স্বপন দুয়ার খুলে ~
শব্দ-বুনন ভাবনা ঘিরে।
জন্মের সুখ কেমন?
এই প্রশ্নে কল্পনা ভীষণ।
আবেগ ছাড়া বিবেচনা?
ভুলের কারণেই অনুশোচনা।
এক নিমিষে প্রবল ঝঁড়ে ~
ঝর্ণার মতো চিন্তা বাড়ে।
পঙক্তি মুণ্ডপাত প্রতিটি ক্ষনে,
সুখ-দুঃখ ভয় যেন জনে-জনে।
দুঃখ বিলাই নির্জন পরিবেশে,
খুঁটি হীন আকাশে দু’চোখ...
মায়া নামক শব্দ অবশেষে।
চোখে কান্নার আবির্ভাব,
মনে আলপনা নূতন।
দেহ কিন্তু সাড়ে তিন হাত,
তাই পছন্দ কবিতা ভীষণ।
জীবন বহু শব্দের ভীড়ে,
ভাবনা হৃদয় ক্যানভাস জুড়ে।
কলমের কালিতে ছন্দ আঁকি..
হাসি-কান্না অনুভূতির উঁকিঝুঁকি।
অন্যের কষ্ট নিজের চেয়ে তীব্রতর ,,
সবমিলিয়ে বেশ আছি জীবনভর।