ভালবাসার হাতছানি
-মাসুদ রানা দিলশাদ

ভালোবাসা মানে যত্ন,  
মনের অবস্থা বোঝা,  
শুধু দোহাই দিয়ে নয়,  
জীবনকে সুখী রাখা।  

শারীরিক নয় শুধু,  
আছে গভীর আবেগ,  
বিশ্বাস আর ধৈর্য,  
ভরসার অনুরাগ।  

হাসির আড়ালে কান্না,  
চুপ থাকা মানে কী?  
অভিমান, রাগের ভাষা,  
বোঝা চাই সকলেই।  

ভালো রাখার দায়িত্ব,  
এটাই আসল কথা,  
যে মানুষটা বোঝে সব,  
সেই তো হৃদয়ের যথা।  

ভালোবাসি বলার চেয়ে,  
ভালো রাখা দামি,  
জীবনে পেয়ে গেলে তাকে,  
হয়ে যাওয়া স্বর্ণখামী।  

বিশ্বাসের গভীর হাতছানি,
ভালো থাকার মানে,  
ভাগ্যবানের কাছে আসে,  
এই ভালোবাসা জানি।