বিভ্রমের আসর
- মাসুদ রানা দিলশাদ
আমাদের চোখে যে ছবি ভাসে,
সে কি সত্যি? নাকি বিভ্রম পাশে?
পাথর যে শূন্যে ভাসে বলে মনে হয়,
জলে ডুবন্ত তার ছায়া যে রয়।
আকাশকে দেখি উপরে,
পৃথিবীকে ভাবি নিচে—
কিন্তু সত্যের গহীনে,
কোথায় উপরে, কোথায় নিচে?
যা কঠিন, যা একত্রিত,
তাও ক্ষুদ্র কণার নৃত্য গীত।
লোহার শরীরে হাত বুলাই,
আসলে শূন্যতাকেই ছুঁয়ে যাই।
রঙের জগৎ, কতই মায়া,
আলো ছাড়া রঙে নেই কায়া।
ইতিহাসে বীর, আজন্ম তার ছায়া,
ক্ষমতার গল্পে চাপা অভাগার মায়া।
সত্য কঠিন, আর জানাও কঠিন,
মুখ আর চিন্তা কখনো হয় না মিলিন।
এ বিভ্রম আমাদের জীবনের দিগন্ত,
কারণে কিংবা অকারণে যতসব দূরত্ব।
ক্ষমতার গল্পে কে নায়ক, কে খল?
অভাগার দুঃখ কি লিখবে কেউ কলমের বল?
যে ইতিহাস দম্ভে বাঁধে গৌরবের খুঁটি,
তাতে চাপা পড়ে কান্নার আভাস, ভাঙা মাটি।
তবু মানবতা কি হারাবে তার পথ?
প্রশ্নই জীবন, আর নিরন্তর সাক্ষাৎ।