আধখানা গল্প
- মাসুদ রানা দিলশাদ

ইট আর বালির শহরে,
স্বপ্নেরা মেশে ধোঁয়ার কুয়াশায়,
তবু দুঃখের প্রতিটি রঙে
আছে আলো খুঁজে পাওয়ার প্রত্যাশায়।

জীবন এক পাঠাগার,
প্রতিটি অধ্যায়ে রহস্যের অবারিত দার।
কখনো কারাগার, কখনো মরু,
কখনো মেঘে ঢাকা নীল আকাশের শুরু।

আধখানা স্বপ্নে বিভোর মন,
আধখানা শ্রমে ক্লান্ত ভীষণ।
আধখানা প্রেম, আধখানা মায়া,
অভিমানের বিরামচিহ্ন কথোপকথনে।

কিছুটা পথ আলাপ নিয়ম করে,
কিছুটা দূরত্ব অনিয়ম জুড়ে।
এই তো জীবন, শুধু শিখতে থাকা,
নিজের গল্পের ভাঁজে আলোর রেখা আঁকা।
#masudranadilshad #প্রবন্ধ #কবিতা #কাব্য #গল্প