কবর
- মাসুদ রানা দিলশাদ

কবরের মাঝে নীরব রহস্য গভীর,
মৃত্যুর আলিঙ্গনে শেষ নিশ্বাসের তীর।
নিঃশব্দে হাহাকার ভেসে আসে চারিদিকে,
হৃদয়ের বাঁধন ছুটে যায়, নীরব একশিকে।

ধূলার বুকে শায়িত হয় দেহ,
কবর খুঁড়লে শুনতে পাই, মাটির নিচে চুপে,
মৃত্যুর ভাষা বোঝা যায় না, অন্ধকারে ডুবে।
নির্জন রাতে নিশি ডাকে, মন করে ভয়,
মৃত্যুর শীতল স্পর্শে থাকে, নিস্তব্ধ সব রয়।

কালের স্রোতে ভেসে যায় সব স্মৃতি,
হিম শীতল মাটিতে লুকিয়ে থাকে বিবৃতি।
বাতাসে মিশে যায় কণ্ঠস্বর, নীরবতা পায় চির,
মৃত্যুর সাথেই সবাই যাবে, জানে না কেহ ফির।

কবরে মাটি চেপে রাখে হাজারো গল্প,
নিস্তব্ধ রাতের একান্ত আলাপ; যা সদা সত্য।

#masudranadilshad