শিরোনাম: দেনা পাওনা
লেখক : মাসুদ রানা দিলশাদ
দূরত্ব বজায় রেখে পথচলা,
দূরত্ব বজায় রেখে কথা বলা।
গোধূলির বিকেল বেলা,
মন দর্পণ ভীষণ একেলা।
বসন্তের সুরে ভাললাগা,
শ্রাবণে মেঘে ঢাকা শহর...!
শরৎ এ লুকোচুরি খেলা,
অন্যরকম মায়ার চাদর।
মুখ লুকিয়ে কান্না তবে ,
কে যে কবে চলে যাবে...
কে যে কতক্ষণ রবে ~
কেউ জানে না এই ভবে।
ছোট-বড় ভুল বোঝাবুঝি,
এক সময় স্মৃতি গুলি খুঁজি।
থমকে দাঁড়ায় মনের ভিতর,
ভয় লাগে আর্তনাদের সুর।
বেদনা ছায়া মনে ভাসে ,,
মায়া জন্ম নেয়া ভালবেসে।
জীবন থেকে নেয়া গল্পতে,,
বিভেদের সৃষ্টি হয় অল্পতে।
সময় থাকতে শিখতে হয়,
এ পথে আগন্তুক পরিচয় ।
তবে বুঝতে আর বাকি নাই,
শান্তি দিলেই শান্তি মিলবে,
নইলে পড়ে শাস্তি হবে ঠাঁই।
মানুষের অভিমান দেনা পাওনায়,
কবে এর শেষ হবে কিছু অভিনয়..
অভিপ্রায় তবু এই টুকু জানা নাই।