গা!যা! ভা!লো নে!ই
—মাসুদ রানা দিলশাদ
সীমান্তগুলো বন্ধ, স্বপ্নগুলোও বন্দী...
সাগর আছে, কিন্তু নেই যাত্রার অনুমতি।
আকাশ আছে, কিন্তু মৃত্যুর চিঠি শুধুই!
রক্ত জলের মতো বিস্তৃত—গাযা ভালো নেই!
প্রতিটি শিশু দাঁড়িয়ে গর্জে বলে,
“আমিই ফিলিস্তিন, আমি আশার আলো!
তোমার বন্দুক, ট্যাংক, যুদ্ধবিমান, বারুদের গন্ধ—
আমার বিশ্বাসকে করতে পারবে কি কালো?”
জাতিসংঘের নিন্দা আসে, কিন্তু পরিবর্তন কই?
মানবতা আজ মরে গেছে—খাদ্য নেই, ওষুধ নেই,
মুক্ত বাতাসে এক বিন্দুও নিরাপত্তা নেই!
মা খোঁজে তার হারিয়ে যাওয়া শিশুকে,
স্মৃতিটুকু পড়ে থাকে ধুলোর মতো ধ্বংসস্তূপে।