স্বা ধী ন তা
     -মাসুদ রানা দিলশাদ

স্বা-স্বার্থ জিজ্ঞাসা ব্যাপক স্লোগান,
      স্বার্থ অন্ধ হলে সুনিশ্চিত পতন।
ধী -ধীমানদেরকে যথাযথ মূল্যায়ণ,
      সব সিদ্ধান্তে সকলের অংশগ্রহণ।
ন -নেতৃত্ব বাছাইপর্ব যখন সুষ্ঠু আহ্বান,
    অনুশাসন অনুশীলন তখন প্রয়োজন।
তা-তারুণ্য ভেতরে সৃজনশীল উদ্দীপনা,
       সুশিক্ষা মেধা যেমন  বলিষ্ঠ সম্ভাবনা।