আগুনের জলছাপ
- মাসুদ রানা দিলশাদ

আগুন জানে না ভালো-মন্দ,
জানে না বিচার—কে কাঠ, কে মাটি, কে চন্দন।
তার স্বভাব জ্বালানো, পুড়িয়ে ছাই করে ফেলা,
তবু যদি ছাইয়ের মাঝে কিছু রয়ে যায়,
তা কাকতালীয় নয়, কোনো কারণবশত দয়া।

প্রকৃতির মুখোমুখি মানুষ,
আদিম হতে আধুনিক—তবুও অসহায়;
বজ্রপাতের বিদ্যুৎ,কিংবা দাবানলের বিস্তার,
সবকিছুই বলে দেয়—
সৃষ্টির সামর্থ্য সসীম , স্রষ্টার শক্তি ও দৃষ্টি সীমাহীন।

মানুষ ভাবে সে প্রকৃতির রাজা,  
তবে আদিম গুহা থেকে আধুনিক আকাশচুম্বী অবধি,
এই অহংকার ঝরে পড়ে।  
প্রকৃতির রোষে,  
দাবানলে, সাইক্লোনে, ভূমিকম্পে—  
আমরা অসহায়, নগণ্য।  

সৃষ্টি যদি স্রষ্টার ছায়া ভুলে  
শুধু নিজস্ব তৃষ্ণায় মাতে,  
স্রষ্টা ছাড় দেবেন,  
কিন্তু ছেড়ে দেবেন না।  

ক্যালিফোর্নিয়ার দাবানল দেখেছো ?  
লাল শিখার নৃত্যে,  
গাছের কান্না,  মাটির আহাজারি।  

এই আগুন বলে,  
যে ছাই উড়ে যায়, তা স্মৃতি,
যে ছাই রয়ে যায়, তা শিক্ষা।
আগুনের গল্পে মানুষ যেন পায়
নম্রতার শেষ অক্ষর - আল্লাহকে ভয়।

#masudranadilshad