প্রেম অভিব্যক্তি
-মাসুদ রানা দিলশাদ
প্রয়োজন ছিল প্রেম অভিব্যক্তি,
কিন্তু পেয়েছি সেদিন অবহেলা।
স্বার্থ দৃষ্টি কোণে ভীড় জমে মেলা,
দিবানিশি চোখে পড়ে অবহেলা।
জানতে চাইলে মুখে নানান যুক্তি,
তাই নিজেকে আড়ালে রেখেছি ..
মন আয়োজনে রূপক অভিব্যক্তি।
বাস্তবে মিশে থাকে অভিমান,
হৃদয়ে রক্তক্ষরণ এক শ্লোগান।
জীবনের অধ্যায়ে হোটচ খেলে,
তবুও প্রত্যাশা করি চোখ মেলে।
একাকি মন বারবার ঘুরে ফিরে,
অপেক্ষা,উপেক্ষা,উপলব্ধি সুরে।
এ পথে পরিচয় কত জনের সাথে,
তুমি নামক মঞ্চে উদ্বোধনীতে !!
আমায় করেছো তুমি ক্ষত-বিক্ষত~
অবহেলা শুধু কথার আঘাতে।
সেদিন আমি করিনি অভিমান-
আমি হয়েছি বিস্মিত..
সেদিন হয়েছি ভীষণ অপমান।
সময় যেমন বদলে চিন্তার বাইরে,
প্রাণে তেমন বঞ্চনা আলো-আঁধারে।
প্রণয় রচনা শখ কিংবা সুখের নাম,
অগোচরে নিবেদন নিবিড় নিবন্ধন..
তাই তো আজি করি প্রেমের সন্ধান।