বহিঃপ্রকাশ
            -মাসুদ রানা দিলশাদ

ভাললাগা,ভালোবাসা মোর স্নিগ্ধ আকাশ,
হয়তো পারিনা আমি সেটার বহিঃপ্রকাশ।
মুখে দিবানিশি বলতেই চাই সুপ্রিয়..
সব কথা মুখ ফুটে বলতে হয় না প্রিয়..।

মনের ভাব সুধাময়ী কাব্য অনুভব প্রিয়,
কিছু কথা চোখ মেলে খুঁজে/বুঝে নিও।

দীর্ঘ নিঃশ্বাস অব্দি তাকিয়ে থাকি...
যতবারই দৃষ্টিতে মায়াবী বদনখানা~
র্নিঘুম হয়ে কেটে যায়  নিঝুম রাতখানা।

ঠোঁটের নজর কাঁড়ে সেই মুচকি হাসি,
সেটাকে নিয়ে মনে খুনসুটি আবেশ..
সেটাকে নিয়ে মন স্বপ্ন বুনে রাশি রাশি।

তবে আর থেকোনা তুমি অবুঝ প্রিয়,
তোমার মাঝে আমায় খুঁজে নিও..
তোমার মাঝে আমায় ঠাঁয় দিও।

সঙ্গী হয়ে থেকো পাশে সবসময়,
মনের না বলা কথাগুলো বুঝে নিও,
বুঝে নিও মোর স্নিগ্ধ ছোঁয়া অভিপ্রায়।
#masudranadilshad