সন্ধ্যা নামলো
- মাসুদ রানা দিলশাদ
০১/১১/২০২৩ ইং
বিকেল শেষে রক্তিম সূর্য ডুবে,,,
চোখ নড়াচড়া করতে করতে!!
এক স্বচ্ছ মিষ্টি মধুর আলো,,,
অবহেলার মাঝে সুখের ভেলা!
পথে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নামলো।
মাঝেমধ্যে ফ্যাকাশে থাকে দক্ষিণান্ত,,
রোদেলা আকাশটা যেন স্তম্ভিত।
চারিদিকে সুর ধ্বনি আজি থমথম,
অপেক্ষায় পথে ভীষণ অভিযান।
দিগন্তের সবখানে পৌঁছে সন্ধ্যা আলো,,,
প্রভাতে সূর্যোদয়ের আগ মুহুর্ত অন্ধকার,
নিশ্চুপ সুরধ্বনি জনসমাগমে সাদা-কালো।
কেউ মনে রাখেনি গত রোদচশমা,,,
কেউ কথা রাখেনি এতটুকুই জানাশোনা!
কথা বলার মাঝে ব্যথিত জীবন পরিক্রমা,,
কেন জানি বারবার মনে হয় , মানুষ চিনলাম না!?