স্বপ্নের গন্তব্য
- মাসুদ রানা দিলশাদ
ইচ্ছে আয়োজন নিরন্তর পথে,
গন্তব্য চূড়ান্ত শান্তির গণ্ডিতে।
এ শহরের অলিগলি ছেয়ে আঁধার,
একমুঠো স্বপ্ন পূরণে শত আবদার।
দমকা হাওয়ায় উড়ছে চিরকুট,
বেদনার ক্ষত চিহ্নে রহস্য প্রকট।
মায়া ভয়ানক শব্দ সৃষ্টির মধ্যে,
প্রবল প্রতীক্ষায় মন স্বপ্নের গন্তব্যে।
ভাল লাগে বর্ণীল ঝর্ণাধারা জলপ্রপাত,
আরও ভাল লাগে রিমঝিম বৃষ্টির শব্দ।
দিগন্তে ছেয়ে কিছু ভয়ানক দৃশ্য,
আশা নিয়ে আশ্রয় খুঁজি সারাবিশ্বে।
পথহারা পথিকের আনমনে ভাবনা,
অপেক্ষার পথে কল্পনায় তীব্র যন্ত্রণা।
মাঝেমাঝে আমিও হই গন্তব্যহীন~
প্রিয় কিংবা অপ্রিয় শব্দে গল্প শৌখিন।
দৃষ্টিভঙ্গি সব গল্পের অন্তরায় রোগশোক,
মন চায় স্বীয় গল্পে কেউ সঙ্গী হোক।
পুরুষ কিংবা নারী সবার প্রয়োজন,
হয়তো পৃথক শুধু মত প্রকাশের ধরণ!
আসা-যাওয়ার গল্প একাকীত্বেই সমাপ্তি,
অনুভবে প্রেম ও প্রীতি যেন দারুণ প্রাপ্তি।
ক্ষনিকের জীবন উপলব্ধি করে দেখি,,,
মুগ্ধতায় চেয়ে থাকা তোমার জন্য সখি।