ভেদাভেদ
- মাসুদ রানা দিলশাদ

স্থান -কাল- বর্ণ জাতিভেদে,
কেউ চতুর কেউবা সাদাসিধে।
নির্দিষ্ট সংখ্যা দিয়ে সব সংজ্ঞা হয়না,
ভেদাভেদের বাস্তবতা দীর্ঘ উপমা।

সন্তানেরা মা-বাবার কাছে ~
আদর-স্নেহ শিক্ষার ছায়ায় .....
তেমনই নির্বিঘ্নে উদ্যম পায়।

কেউবা বঞ্চিত গোটা সমাজে,
ব্যস্ত সমাজ মানুষজন....
শুধু সময় মেলে অপবাদের কাজে!
গর্বের সঙ্গে কত-যে গ্লানি,
তাহা শুধুই জানে হৃদয়খানি।

প্রতি মুহুর্তে উত্তাপ ছায়াপথে দেখা,
ভেদাভেদ থেকে অনেক কিছু শেখা।
মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপনা,
ভেদাভেদে প্রবল ভ্রাতৃত্ববোধ সংকট,
মনুষ্যত্ব ভূলন্ঠিত হলে নানা বিড়ম্বনা।