" বুঝিনি সেভাবে "
- মাসুদ রানা দিলশাদ

জানি না ঘটনা ঘটবে এমনটা,
বুঝিনি সেই দেখায় শেষ দেখা,
এলাম যখন তাঁর মৃত্যু রেখা।

ছিলেন তিনি খুব কাছের মানুষ,
সাধারণ জীবন যাপনের হুঁশ।
ছিলনা বিলাস বহুল আয়োজন,
ধৈর্য ধারণ বিনিময়ে সেই মন,
অল্পতে তুষ্ট ছিল হরেকরকম।

অজানা রহস্যে ভাগ্য বিবৃতি..!
আমি কেঁদে হয়েছি বিস্মিত..
অল্প কিছু দিনই অনেক স্মৃতি।

ভাই বলে ডেকেছিলে স্নেহ সুরে,
আজ সেই ডাক অনেক দূরে।  
যতটুকু জানি রিয্বিক সীমাবদ্ধ,
তাই আফসোস করে লাভ নাই!
এটাই চিরন্তন স্বাভাবিক সত্য।
হে আল্লাহ! তুমি বড় রহমান,
তুমি তাঁকে বেহেস্ত করিও দান।


কবিতাটি আমার বড় ভাইয়ের সহধর্মিণী নিয়ে লেখা।
প্রিয় পাঠক!
আমি তাঁর জন্য একান্তই দুয়া চাচ্ছি আপনাদের নিকটে।