নিয়তি নিয়মিত
- মাসুদ রানা দিলশাদ
বিশ্বাসীরা স্বীকার করে নিয়তি;
স্রষ্টা আগেই লিখে রেখেছেন,
মানুষের সব ভাল-মন্দের বিবৃতি।
সময়ের সাথে নিয়তি নিয়মিত,
যা পৃথিবী ও আকাশকূলের পূর্বে..
তারও পঞ্চাশ বছর পূর্বে নিবন্ধিত।
মানুষ তাঁর অজান্তেই নিয়তির পথে,
যাঁর প্রতিফলন হরহামেশাই রটে,
দোয়া ও কর্ম ফলে পরিবর্তন ঘটে।
পছন্দ কিংবা অপছন্দের কাজ গুলো,
অমায়িক সঙ্গী নিয়তির পথে গল্প গুলো।
কিছু ব্যাপার বাস্তবে নিতান্তই সুযোগ,
উপলব্ধি না করিলে তাই বিরাট দুর্যোগ।
কর্ম ফলে নিয়তির শেষটা সুন্দর হয়!
কর্ম হলো সদিচ্ছার অকাট্য প্রমাণ..
কিচ্ছা-কাহিনীর মতন নিয়তি নয়।