ফেলে আসা দিন
- মাসুদ রানা দিলশাদ

স্মৃতির পাতায় ভেসে আসে মুখ,  
শৈশবের স্মৃতি যেন অনাবিল সুখ।  
মাটির গন্ধ, কাঁচা বৃষ্টির গান,  
সেই মাঠ, সেই নদী, হারানো দিনমান।  

বাড়ির আঙিনায় কাঁচা ঘাসে,
উচ্ছ্বাসের হাসি ভাসত বাতাসে।
জোনাকির আলোয় সন্ধ্যার ছবি,
তারা গুনতাম—স্বপ্নে রবি।

সেই প্রথম স্কুলের ডেকে ওঠা ঘণ্টা,  
চেনা পথ হারিয়ে যাওয়ার কথা।  
বন্ধুরা মিলে খেলায় হারা-জেতা,  
ভাঙা খেলনা নিয়ে অযথা কাঁদা।  

আজ সব কিছু কেমন ফিকে লাগে,  
সময় তো আর থেমে নেই ভাগে।  
তবু হৃদয়ে বেঁধে রেখেছি আঁকড়ে,  
ফেলে আসা দিনগুলো~
শিকড় মতো গভীরে।