রঙিন চশমা
- মাসুদ রানা দিলশাদ
চোখের জ্যোতি বেশ ভালো মোর,
চোখে এক গোলাকার কৃষ্ণ গহ্বর।
মাঝে মাঝে চোখ খচমচ করে,
যখন চোখে ধুলাবালি পড়ে।
শখ হোক কিংবা মৌলিক চাহিদা,,,
মন থেকে সেটা পূরণ করার চেষ্টা।
বেশ কয়েকদিন গেলাম চশমা ঘরে,
নান্দনিক সব চশমা চোখ নাহি সরে।
কিনতে গিয়ে অবাক হলাম,,,,
পছন্দ হয়েছে কিন্তু যে দাম??
সেই চশমা না নিয়ে ফিরে এলাম।
চোখে শখের চশমা ব্যবহার,,
চশমার পেছনের পলক ঢাকে ।
চশমা চোখে কেউ ছন্দহীন ~
কেউবা রঙিন প্রচ্ছদ থাকে।
কেউ কেউ দৈনিক চশমা চোখে,
চশমা ছাড়া কেউ অচল পথেঘাটে।
মান ভেদে চশমার ধরন ভিন্ন,
চশমা চোখে কেউ সোজা দেখে ~
কেউবা দেখে বাঁকা চিহ্ন।
কিন্তু চশমা পড়ে ~
বুঝতে পারা মুশকিল
কে মূর্খ আর কে জ্ঞানী!!
অন্তরের চোখ সবচেয়ে দামী।
হয়তো দেখা সম্ভব বাহ্যিক~
আলো আঁধারের দিন-রাত!
চশমা চোখে কী বুঝা সম্ভব~
জ্ঞানী আর মূর্খের তফাৎ !?