মেঘলা জীবন
- মাসুদ রানা দিলশাদ
এই যে মেঘলা জীবন,
শুনছো আমার কথা?
গল্পটুকু গহীন অন্ধকার ঢাকা।
জানতে চাইলে গভীরে যাও,
প্রয়োজনে একটুখানি সময় দাও।
অতীত তলহীন দৃশ্যকাব্যে!
এই বুঝি তল পেলে,ফের হারালে..
বুকে দুরুদুরু ডাক অনুভবে।
চোখে মিরিকের দূরত্ব ধ্রুবতারা,
ছন্নছাড়া মোহ-মায়ায় দিশাহারা।
দিনানিশি প্রশ্নের মধ্যে জীবন,
কিছু জবাবে কেঁপে ওঠে মন।
নিঃসঙ্গ মনে স্বপ্ন রাশিরাশি,
শখ অপূর্ণ রেখে মুচকি হাসি।
বিষাদের ছাপ যেটুকু আছে,
সেটুকুই থাক অভিমানে!
তবুও চাই~
ঠাঁয় যেন একটুখানি হয় কারো মনে।